প্রভুর কীর্তন জগতের চিত্ত-শোধক—
সংকীর্তন করে প্রভু শচীর নন্দন।জগতের চিত্তবৃত্তি করয়ে শোধন॥
ভগবান শচীনন্দন কৃষ্ণের সম্যক্ কীর্তন করিয়া ভগবদ্বিমুখ জগতের বিভিন্ন ভোগপ্রবণ ভাবসমূহ শোধন করেন।