নবদ্বীপ ছাড়িয়া যাইব অন্য স্থানে।
গোচরিল এই দুই তোমার চরণে॥”
নবদ্বীপের অধিবাসিগণ বলিতে লাগিলেন,—যেহেতু কাজির হাজার হাজার লোক কীর্তনবিরোধী হইয়াছে এবং আমাদিগকে অনুসন্ধান করিয়া নির্যাতন করিবে, সেজন্য আমরা নবদ্বীপ পরিত্যাগ করিয়া অন্য বিদেশে চলিয়া যাইব। কাজির অত্যাচারের ভয় ও উহার প্রতিকারের জন্য নবদ্বীপ-পরিত্যাগ—এই দুইটি আশঙ্কার কথা নবদ্বীপের অধিবাসীরা মহাপ্রভুর নিকট জানাইলেন।