প্রভু-স্থানে সকলের কাজীর অত্যাচার জ্ঞাপন—
ভয়ে কেহ কিছু নাহি করে প্রত্যুত্তর।
প্রভুস্থানে গিয়া সবে করেন গোচর॥
‘গৌরনিত্যানন্দের হরিনামকীর্তন প্রথা—বেদবিরোধিনী চেষ্টা,—একথা বলিতে গেলে আমাদিগকে সাধারণ মুর্খলোক ‘শাস্ত্রজ্ঞানহীন পাষণ্ডি’ বলিয়া ধারণা করে, সুতরাং ধর্মধ্বজিগণ যে নবীন পন্থা বাহির করিয়াছে, উহা ভণ্ডামি মাত্র।’ এই সকল অবিবেচক পাষণ্ডী অধিবাসিগণের কথার প্রত্যুত্তর না দিয়া উহাদের অবৈধ অত্যাচার ও ধারণা মহাপ্রভুর নিকট ভক্তগণ জ্ঞাপন করিতে লাগিলেন।