কাজী-ভয়ে নগরিয়াগণের কীর্তন-নিবৃত্তি—
দুঃখে সব নগরিয়া থাকে লুকাইয়া।
হিন্দুগণ কাজী সব মারে কদর্থিয়া॥
কাজির অত্যাচারে নবদ্বীপের অধিবাসিগণ কীর্তনবাদ্যাদি বন্ধ করিতে বাধ্য হইলেন। কেবলমাত্র গোপনে সেই সকল কার্য চলিতে থাকিল। কিন্তু কাজি অসৎপ্রবৃত্তিবিশিষ্ট বিদ্বেষী অধিবাসিগণের সহযোগে কীর্তনকারীদিগকে খুঁজিয়া বেড়াইতে লাগিল। খুঁজিয়া পাইলে তাহাদিগকে গালাগালি ও প্রহার করিত।