ক্ষমা করি’ যাঙ আজি’ দৈবে হৈল রাতি।
আর দিন লাগালি পাইলে লৈব জাতি॥”
শ্রীগৌরসুন্দর-প্রবর্তিত সদ্ধর্মের অনুষ্ঠানে কীর্তন ও বাদ্য বিধর্মিগণের আক্রমণের বড়ই সুযোগ করিয়া দিয়াছিল। কাজি বলিলেন যে, পুনরায় এইরূপ সুযোগ পাইলে বলপূর্বক নদীয়ার অধিবাসিগণের সামাজিক বিচার বলপূর্বক পরিবর্তন করিয়া দিয়া সকলকে তাঁহার নিজ ধর্মভুক্ত করিবেন।