সপরিকর গৌরসুন্দরের জয়গান—
জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য গুণনিধি।
জয় বিশ্বম্ভর জয় ভবাদির বিধি॥
ভবাদির বিধি—গুণাবতার রুদ্র ও বিরিঞ্চির নিত্য বিধানকর্তা। ‘জন্ম’ ও ‘ভঙ্গ’ নিত্যের দুইটী পার্শ্বমাত্র। অখণ্ডকাল ভগবান্ ‘সৎ’ ও ‘অসৎ’ এর নিয়ামক বলিয়াই তিনি ভবাদির বিধি।