সকলে অদ্বৈত-সিংহ পূর্ণ কৃষ্ণশক্তি।
পড়াইয়া ‘বাশিষ্ঠ’ বাখানে কৃষ্ণভক্তি॥
‘যোগবাশিষ্ঠ’-ব্যাখ্যা করিতে গিয়া উহাতে অদ্বৈত প্রভু ‘কৃষ্ণভক্তি’ ব্যাখ্যা করেন। তিনি সম্পূর্ণ কৃষ্ণশক্তি ধারণ করিয়া ‘বৈষ্ণবাগ্রণী নামের সার্থকতা সম্পাদন করেন। মহাপ্রভুর অগ্রজ বিশ্বরূপ জগতে কোথাও হরিভক্তির কথা শুনিতে না পাইয়া বিশেষ দুঃখিত হন। তজ্জন্য তিনি অদ্বৈতপ্রভুর সর্বতোভাবে সঙ্গলাভে পরমানন্দিত হইতেন।