যদি বা পড়ায় কেহ ভাগবত-গীতা।কেহ না বাখানে ভক্তি, করে শুষ্ক চিন্ত॥
ভাগবত ও গীতা প্রভৃতি সৎশাস্ত্র ছাত্রগণকে অধ্যাপন করাইয়াও অধ্যাপক মহাশয় নিজের মঙ্গল সাধন করার পরিবর্তে কুতর্ক ও শুষ্ক চিন্তা দ্বারা বাহ্যবিচার প্রদর্শন করেন।