যত অধ্যাপক সব-তর্ক সে বাখানে।কৃষ্ণভক্তি, কৃষ্ণপূজা—কিছুই না জানে॥
পণ্ডিত অধ্যাপক-সকল জড়েন্দ্রিয়ের বিচার-তর্কের প্রাধান্য স্থাপন করিতে গিয়া কৃষ্ণসেবা ও কৃষ্ণার্চনই যে সর্বোত্তম ইহাও বুঝিয়া উঠিতে পারেন না।