পুত্রাদির মহোৎসবে করে ধন ব্যয়।
কৃষ্ণ-পূজা, কৃষ্ণ ধর্ম কেহ না জানয়॥
সাংসারিক লোক কর্মফল-জন্য দুঃখের অপসারণকেই ‘ধর্ম’ বলিয়া মনে করে। পিতৃবর্গ যে ধন উপার্জন করেন, তাহা তাঁহাদের পুত্রগণের সৌখ্যবিবর্ধনের জন্য বিবাহাদিতে ব্যয় করা সঙ্গত মনে করেন।সঞ্চিত অর্থের দ্বারা কৃষ্ণপূজা ও কৃষ্ণধর্মের অভিজ্ঞান লাভ কেহই অনুমোদন করেন নাই; এমন কি অদ্যাবধি অবিবেচক ব্যক্তিগণ কর্মফলপীড়িতজনগণের সাহায্যার্থে আত্মনিয়োগকেই কৃষ্ণপূজা ও কৃষ্ণাভিজ্ঞান লাভ অপেক্ষা বহুমান করেন।