‘পরম সুবুদ্ধি’ করি’ সবে বাখানিল॥
বিষ্ণুমায়া-মোহে কেহ তত্ত্ব না জানিল॥
বিশ্বরূপ স্বয়ং ভগবদ্বস্তু সুতরাং পণ্ডিতকুল বিষ্ণুমায়ায় মুগ্ধ হইয়া তত্ত্ববিষয় কিছুই বুঝিতে পারিলেন না। তাহাদের আত্মার নিত্যবৃত্তি ভক্তি উন্মেষিত না হওয়ায় উক্ত ব্যাখ্যা-বোধে অধিকার হয় নাই। তাহাতে সঙ্কৰ্ষণপ্রভু বিস্মিত হন নাই।