এই মতে তিন বার করিয়া খণ্ডন।
পুনঃ সেই তিনবার করিল স্থাপন॥
পিতৃকর্তৃক তাড়িত হইয়া পুনরায় পণ্ডিত সভায় গিয়া তাঁহাদের দ্বারা পুনরায় জিজ্ঞাসিত হইলে তিনি তখন বেদান্তসূত্রের ব্যাখ্যা করিলেন। তাহাতে শ্রোতৃবর্গ পরম সন্তোষ লাভ করায় সেই ব্যাখ্যার বিরুদ্ধে তিনি পুনরায় ব্যাখ্যা করেন। এই দ্বিতীয় ব্যাখ্যার প্রতিপক্ষে পুনরায় তৃতীয় ব্যাখ্যা করিয়া পূর্বমত স্থাপন করেন।