বৈষ্ণবাপরাধীর নামসেবার অভিনয়ে কৃষ্ণপ্রীতি অলভ্য—ইহাই শ্রীগৌরসুন্দর ও বেদের বাণী—
বৈষ্ণবের ঠাঁই যা’র হয় অপরাধ।
কৃষ্ণকৃপা হইলেও তা’র প্রেম-বাধ॥
বৈষ্ণবাপরাধী নামাপরাধ-বলে কৃষ্ণভজন করিতে সমর্থ হন না। যদিও নামসেবা করিবার অভিনয় দেখাইয়া ভগবৎকৃপা লাভ করিতেছেন—লোকদৃষ্টিতে এরূপ পরিদৃষ্ট হন, তথাপি ভগবান্ কখনও ভক্তবিরোধীর প্রতি প্রতিমান্ হন না। এই জন্যই নামাপরাধ ত্যাগপ্রসঙ্গে প্রথমেই সাধুনিন্দা বর্জনীয।