ভগবৎসেবকের অনুগ্রহ ব্যতীত সেবোন্মুখতাধর্মের অভিনয়ও বৃথা—
বৈষ্ণবের কৃপায় সে পাই বিশ্বম্ভর।
‘ভক্তি’ বিনা জপ-তপ অকিঞ্চিৎকর॥
সেবোন্মুখ না হইয়া ভগবন্নাম-জপাদি বা নানা প্রকার তপস্যা বৃথা শ্রম। ভগবৎসেবকের অনুগ্রহ ব্যতীত কাহারও সেবোন্মুখতা ধর্ম আত্মায় উন্মেষিত হইতে পারে না।