তান ব্যাখ্যা বুঝে, হেন নাহি নবদ্বীপে।শিশুভাবে থাকে প্রভু বালক-সমীপে॥
বিশ্বরূপের ব্যাখ্যা শ্রবণ করিয়া তদর্থবিজ্ঞানে কোন পণ্ডিতই সমর্থ ছিলেন না। বিশ্বরূপ সাধারণ বালকের ন্যায় শৈশবোচিত বিচারে অবস্থিত ছিলেন।