গৌরসুন্দরের জননী দ্বারা বৈষ্ণবাপরাধের গুরুত্ব-প্রদর্শন—
অন্যের কি দায়, গৌর-সিংহের জননী।
তাঁহারেও ‘বৈষ্ণবাপরাধ’ করি’ গণি॥
*যে সকল অপরাধী মহাপাপিষ্ঠ বৈষ্ণবের নিন্দা করিবার অপসাহস প্রদর্শন করে, দৈবদুর্বিপাকে সেই সকল পাপিষ্ঠ সর্বতোভাবে বিনষ্ট হয়। শ্রীগৌরসুন্দরের জননী হইবার সৌভাগ্যবতী হওয়া সত্ত্বেও যখন বৈষবাপরাধ প্রবল বিক্রম প্রদর্শন করে, তখন সাধারণ অন্যের পক্ষে আর কি কথা।