প্রভুর জননীকে উপলক্ষ্য করিয়া সকলকে বৈষ্ণবাপরাধ হইতে সতর্কীকরণ—
জননীর লক্ষ্যে শিক্ষাগুরু ভগবান্।
করায়েন বৈষ্ণবাপরাধ সাবধান॥
শচীর অদ্বৈতস্থানে অপরাধমোচন-শিক্ষা দিয়া ভগবান্ গৌরসুন্দর যে লীলা প্রকাশ করিলেন, তদ্দ্বারা-সর্বক্ষমতাবান্ ব্যক্তিও বৈষ্ণবাপরাধক্রমে সর্ববিধ সৌভাগ্য লাভে বঞ্চিত হন—ইহাই শাস্ত্র-তাৎপর্য জানাইলেন।