বহির্মুখ পড়ুয়াগণের সঙ্গই—দেবানন্দের দুঃখ-প্রাপ্তির কারণ—
দেবানন্দ পণ্ডিত চলিল নিজ-বাসে।
দুঃখ পাইলেন দ্বিজ দুষ্ট-সঙ্গদোষে॥
দেবানন্দ পণ্ডিত বহির্মুখ পড়ুয়াগণের সঙ্গদোষে মহাপ্রভুর নিকট বাক্যদণ্ড লাভ করিয়া দুঃখিত হইলেন। তিনি সাধারণের বিচারে শান্তশিষ্ট লোক বলিয়া গৃহীত হইলেও শ্রীচৈতন্যদেবের নিকট আদর পাইলেন না। শ্রীমহাপ্রভু দেবানন্দকে ‘ভাগবত’ বলিয়া গ্রহণ না করায় তিনি তাঁহার কৃপাপাত্র বলিয়া গৃহীত হইলেন না।