যেই গঙ্গা, সেই আই, কিছু ভেদ নাই।দেবকী-যশোদা যেই, সে-ই বস্তু আই॥”
শচীদেবীর কথা বলিতে বলিতে অদ্বৈতপ্রভু বাহ্যসংজ্ঞাহীন হইলেন, আর বলিতে লাগিলেন—আর্যা শচী ও গঙ্গা—একই বস্তু; দেবকী ও যশোদার সহিত তাঁহার ভেদ কল্পনা করিতে নাই।