প্রাকৃত শব্দেও যেবা বলিবেক ‘আই'।‘আই'-শব্দ-প্রভাবে তাহার দুঃখ নাই॥
শ্রীগৌরজননী শ্রীশচীদেবী যে ‘আর্যা, শব্দে অভিহিত হইতেন, যদি ও প্রাকৃত বুদ্ধিতে তাদৃশ শব্দ উচ্চারিত হয়, তথাপি সেই শব্দোচ্চারণে জীব ত্রিবিধ তাপ হইতে মুক্ত হইতে পারেন।