বিষ্ণু-ভক্তিস্বরূপিণী আই জগন্মাতা।তোমরা বা মুখে কেনে আন’ হেন কথা॥
পতিব্রতা জননী ঠাকুরাণী—সাক্ষাৎ মূর্তিমতী ভক্তি, সুতরাং তোমাদের মুখে এই অসংযত বাক্য নিত্যান্ত অনাদরণীয়।