যে আইর চরণ-ধুলির আমি পাত্র।
সে আইর প্রভাব না জানি তিল-মাত্র॥
ভক্তগণ যখন শ্রীঅদ্বৈত প্রভুর নিকট শচীমাতার অপরাধ ক্ষমাপনের জন্য সম্মুখ হইলেন, তৎকালে অদ্বৈত প্রভু “বিষ্ণু” স্মরণ করিয়া ঐ বাক্য শ্রবণে তাঁহার অপরাধ হইতেছে ভক্তগণকে জানাইলেন। যিনি সাক্ষাৎ ভগবান্কে গর্ভে ধারণ করিয়াছেন, আমরা তাঁহার অধমপুত্র, সুতরাং আমরা কি আমাদের জননীকে অপরাধিনী মনে করিতে পারি? কোথায়, আমি জননীর চরণধূলি শিরে ধারণ করিয়া আত্মপবিত্র্য সাধন করিব, আর আজ তদ্বিনিময়ে তোমরা আমার ভক্তিপ্রাণতা নাশ করিবার ইচ্ছা করিতেছ।