শুনিয়া অদ্বৈত করে শ্রীবিষ্ণুস্মরণ।
“তোমরা লইতে চাই আমার জীবন॥
যেই বৈষ্ণবের নিকট যাঁহার অপরাধ ঘটে, তিনি ক্ষমা করিলেই অপরাধীর তাহা হইতে পরিত্রাণ লাভ হয়—যেরূপ অম্বরীষ রাজার নিকট দুর্বাসার অপরাধ ঘটিয়াছিল। অদ্বৈতের পদধূলি যদি জননী দেবী মস্তকে ধারণ, করেন, তাহা হইলে অদ্বৈত প্রভূ তঁহার অপরাধ ক্ষমা করিবেন, এবং আমিও জননীকে ভগবদ্ভক্তি উপদেশ দিতে সমর্থ হইব।