তুমি হেন পুত্র যাঁ’র গর্ভে অবতার।
তাঁর কি নহিব প্রেম-যোগে অধিকার॥
শ্রীবাস বলিলেন,—যে জননীর গর্ভে সাক্ষাৎ ভগবদ্বিগ্রহ আপনি আবির্ভূত হইয়াছেন, তাঁহার প্রেমযোগে অধিকার হইল না—ইহা শ্রবণ করিলে ভক্তগণ আত্মবিনাশ কামনা করেন। গৌরসুন্দরের জননী জগদ্বাসী সকলেরই জননী, সুতরাং তিনি যাহাতে ভগবৎসেবান্মুখিনী হন, সেজন্য অকৈতব কৃষ্ণপ্রেমা যাচ্ঞা করিতে লাগিলেন।