বৈষ্ণবের ঠাঞি তান আছে অপরাধ।
অতএব তান হৈল প্রেম-ভক্তিবাধ॥”
সকলকে কৃষ্ণপ্রেমবন্যায় প্লাবিত করিতে দেখিয়া শ্রীবাস পণ্ডিত শ্রীগৌরহরির জননীর প্রতি প্রেমভক্তিবিতরণের প্রার্থনা জানাইলে মহাপ্রভু বলিলেন, তিনি বৈষ্ণবাপরাধিনী, সুতরাং তাঁহার প্রেমভক্তির উদয়ের সম্ভাবনা নাই।