গৌড়দেশ-ইন্দ্র জয় নিত্যানন্দরায়।
কে পায় চৈতন্য বিনে তোমার কৃপায়?॥
গৌড়দেশের দিক্পাল—শ্রীনিত্যানন্দপ্রভু। তাঁহার অনুগ্রহ ব্যতীত শ্রীচৈতন্যপাদ-পদ্মে কাহারও মতি প্রবেশ লাভ করিতে পারে না। শ্রীনিত্যানন্দের অনুগ্রহে বঞ্চিত হইলে জীবের কোনরূপ সুখোদয় হইতে পারে না।