নিত্যানন্দ ও বিশ্বরূপ–অভিন্ন—
নিত্যানন্দ বিশ্বরূপ—অভেদ শরীর।
আই ইহা জানে, জানে আর কোন ধীর॥
শ্রীনিত্যানন্দপ্রভু ও বিশ্বরূপ—বস্তুতঃ পৃথক্ তত্ত্ব নহেন। শ্রীশচীদেবী ইহা সর্বতোভাবে অবগত ছিলেন। অদ্বৈতের আনুগত্যে বিশ্বরূপের সৎশিক্ষা লাভ হইয়াছে জানিয়া শ্রীনিত্যানন্দপ্রভুও অদ্বৈতের অনুগত—এরূপ বিচার সমীচীন নহে।