নিত্যানন্দ-প্রসাদে সে নিন্দা যায় ক্ষয়।নিত্যানন্দ-প্রসাদে সে বিষ্ণুভক্তি হয়॥
শ্রীনিত্যানন্দের কৃপায় দুষ্ট অদ্বৈতস্তাবকগণের বর্ণিত নিন্দা ক্ষয়প্রাপ্ত হয়। শ্রীনিত্যানন্দের অনুগ্রহেই ভগবানে সেবোন্মুখতা বৃদ্ধিলাভ করে।