নিত্যানন্দ-স্বরূপে সে নিষ্কপট হঞা।
কহিলেন গৌরচন্দ্র ‘ঈশ্বর’ করিয়া॥
শ্রীগৌরসুন্দরের অনুগত ভৃত্য শ্রীঅদ্বৈতপ্রভু। শ্রীগৌরসুন্দর শ্রীনিত্যানন্দ প্রভুকে ‘ঈশ্বর’ বলিয়া অভিহিত করিয়াছেন। যাহারা অদ্বৈত প্রভুকে ‘কৃষ্ণ’ বলেন, তাহারা শ্ৰনিত্যানন্দপ্রভুর প্রতি বিদ্বেষ করিয়া থাকেন।