যে বা জন অদ্বৈতেরে ‘বৈষ্ণব’ বলিতে।নিন্দা করে, দণ্ড করে, মরে ভাল-মতে॥
শ্রীঅদ্বৈতপ্রভুকে যাহারা ‘বৈষ্ণব’ না বলিয়া তাঁহাকে কৃষ্ণত্বে স্থাপন করেন, তাহাদের কলহ অদ্বৈতপ্রভুর নিন্দারূপেই পরিণত হয়। এই সকল নিন্দকের বিনাশ-লাভ অবশ্যম্ভাবী।