বৈষ্ণবের নিন্দা করিবেক যা’র গণ।
তা’র রক্ষা-সামর্থ্য নাহিক কোন জন॥
বৈষ্ণবের শিষ্যাভিমানে অপর বৈষ্ণবে নিন্দা করিলে কখনও বৈষ্ণবগুরু তাদৃশ শিষ্যকে রক্ষা করেন না। শ্রীনিত্যানন্দের অবজ্ঞা করিয়া অদ্বৈতের স্তাবক-গণের গৌরবপাত্র হইবার চেষ্টা করিলে অদ্বৈতপ্রভু কখনও সেই দুষ্ট মত সমর্থন করেন না। যাহারা গুরুর আসন লাভ করিয়া বৈষ্ণবনিন্দা করেন ও বৈষ্ণবনিন্দক শিষ্যের পক্ষ সমর্থন করেন, তাহাদের অধঃপাত অবশ্যম্ভাবী।