শচীমাতার বৈষ্ণবাপরাধের কারণ—
এ বড় অদ্ভুত কথা শুন সাবধানে।
বৈষ্ণবাপরাধ ঘুচে ইহার শ্রবণে॥
ভগবান্ শ্রীগৌরসুন্দর মহাপ্রকাশ প্রদর্শন করিলে কোনও ব্যক্তি অপরাধী গুরুর প্রতি, অপরাধী পুত্রের প্রতি, অপরাধী শিষ্যের প্রতি, অপরাধিনী পত্নীর প্রতি—অর্থাৎ যে যে ব্যক্তি তাহার প্রিয়-জ্ঞানে ভগবদ্ভক্তির প্রার্থনা করিয়াছিলেন, সে সকল ব্যক্তিকেই তিনি যথাযোগ্য বর প্রদান করিয়াছিলেন।