Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 117

Language: বাংলা
Language: English Translation
  • সবে এই অপরাধ, আর কিছু নাই।
    ইহার লাগিয়া ভক্তি না দেন গোসাঞী

    শচীদেবী ক্রোধভরে বলিতে লাগিলেন, আমার একটি মাত্র পুত্র সম্প্রতি সংসারে আছে, অপর পুত্রটিকে অদ্বৈতপ্রভু পরামর্শ দিয়া যতিধর্মে নিয়োগ করায় আমি সেই পুত্রের সেবা হইতে বঞ্চিত হইয়াছি। আবার আমার এই পুত্রটিকেও পরামর্শ দিতেছেন, সুতরাং অদ্বৈতপ্রভু জগতের নিকট ‘অদ্বৈত’ বলিয়া পরিচিত হইলেও আমার নিকট মায়াজাল বিস্তার করিতেছেন।’ এই অপরাধফলে(?) শচীদেবী ভগবৎসেবাবিমুখিনী হইবার অভিনয় করিয়াছিলেন ॥

Page execution time: 0.0552971363068 sec