ছাড়িয়া সংসার-সুখ প্রভু বিশ্বম্ভর।লক্ষ্মী পরিহরি’ থাকে অদ্বৈতের ঘর॥
শ্রীগৌরহরি স্বীয় পত্নী লক্ষ্মীদেবীর সঙ্গ পরিত্যাগ করিয়া অদ্বৈতপ্রভুর নিকট অবস্থান করেন বলিয়া শচীদেবীর অদ্বৈতপ্রভুর প্রতি আরও অধিকতর বীতরাগ বৃদ্ধি পাইতে লাগিল।