জগতে বিদিত নাম “শ্রীশঙ্করারণ্য।
চলিলা অনন্ত-পথে বৈষ্ণবাগ্রগণ্য॥
শ্রীবিশ্বরূপ অদ্বৈতপ্রভুর সঙ্গলাভে পিতৃগৃহ পরিত্যাগ করিয়া অনন্তপথের যাত্রী হইলেন। তাহার সন্ন্যাস-নাম ‘শঙ্করারণ্য’ হইল। তজ্জন্য অদ্বৈতপ্রভুর সঙ্গলাভে বিশ্বরূপের গৃহ-পরিত্যাগ দেখিয়া জননী শচীদেবী অদ্বৈতপ্রভুর প্রতি অসন্তুষ্ঠা হইলেন। প্রকাশ্যভাবে শচীদেবী অদ্বৈতপ্রভুর আচরণের গর্হণ করেন নাই, কিন্তু তৎসত্ত্বেও তাঁহার নিকট শচীদেবীর অপরাধের অভিনয় ঘটিয়াছিল।