প্রভুর নিজ-জননীর আদর্শে নামাপরাধ-বর্জন-শিক্ষা-প্রদান—
যে শচীর গর্ভে গৌরচন্দ্র-অবতার।
বৈষ্ণবাপরাধ পূর্ব আছিল তাঁহার॥
শ্রীগৌরসুন্দরের জননী শচীদেবী শ্রীঅদ্বৈতপ্রভুর নিকট অপরাধিনী হইয়াছিলেন বলিয়া সেই অপরাধ বিনষ্ট না হওয়া পর্যন্ত ভগবানের প্রীতি অর্জন করিতে তিনি সমর্থ হন নাই।