অর্চাবিগ্রহ ও উপরি উক্ত চতুর্বিধ বিগ্রহের তারতম্য—
জীবন্যাস করিলে শ্রীমূর্তি পূজ্য হয়।
‘জন্ম মাত্র এ চারি ঈশ্বর’ বেদে কয়॥
বহির্বিচারে শ্রীঅৰ্চা-বিগ্রহে প্রাণ-প্রতিষ্ঠা করিয়া পূজ্য-বুদ্ধি করিতে হয়। তাদৃশ প্রাণ-প্রতিষ্ঠা না করিয়াও— শ্রীমদ্ভাগবত, তুলসী, গঙ্গা ও বৈষ্ণব ইঁহারা জগতের ভোগ্যবস্তুবিচারে পরিদৃষ্ট হইলেও ইঁহারা ভোক্তৃভাব-সম্পন্ন অভিন্ন ঈশ্বরবস্তু ও প্রভূতত্ত্ব,—চিন্ময়জ্ঞান-প্রদাতা, বেদশাস্ত্র ইহাই বলিয়া থাকেন।
ইতি গৌড়ীয়-ভাষ্যে একবিংশ অধ্যায় সমাপ্ত।