চৈতন্যের দণ্ডে যার চিত্তে নাহি ভয়।জন্মে জন্মে সে পাপিষ্ঠ যমদণ্ড হয়॥
শ্রীচৈতন্যদেবের অসন্তোষে যাহার হৃদয় উদ্বেলিত না হয়, তাদৃশ পাপচিত্ত ব্যক্তিকে যম প্রতিজন্মেই দণ্ড-বিধান করে।