চৈতন্যের দণ্ডপ্রদানের অনুমোদনকারী ব্যক্তিই সৌভাগ্য শালী এবং তাহাতে অসন্তুষ্ট ব্যক্তি যমদণ্ড্য—
চৈতন্যের দণ্ড যে মস্তকে করি’ লয়।
সেই দণ্ড তারে প্রেমভক্তি-যোগ হয়॥
যিনি শ্রীচৈতন্যদেবের দণ্ড প্রদানকে বহুমানন করেন না, তাঁহার প্রেমভক্তির স্বরূপ বোধে অভাব থাকে। যিনি ভগবানের দণ্ডকে নিজ-মঙ্গল-লাভের কারণ বলিয়া জানেন, তাঁহারই প্রেমভক্তি লাভের সুযোগ ঘটে।