Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 78

Language: বাংলা
Language: English Translation
  • চৈতন্যের দণ্ড মহাসুকৃতি সে পায়।
    যাঁর দণ্ডে মরিলে বৈকুণ্ঠে লোক যায়

    শ্রীমহাপ্রভুর বাক্য শ্রবণ, করিয়া দেবানন্দ লজ্জিত হইলেন। প্রভুর বাক্যদণ্ড লাভ করিয়া দেবানন্দের সুকৃতির উদয় হইল। ভগবান্‌ বিষ্ণু যাহাদিগকে সংহার করেন, তাহারা মুক্তি লাভ করে। সুতরাং দেবানন্দের প্রতি ভগবানের এই বাক্যদণ্ড উত্তরকালে তাঁহার সৌভাগ্যলাভেরই জনক হইয়াছিল।

Page execution time: 0.0428428649902 sec