প্রেমময় ভাগবত পড়াইয়া তুমি।
তত সুখ না পাইলা, কহিলাম আমি॥”
কেহ কেহ এই পদ্যের এইরূপ ব্যাখ্যা করেন—পরিপূর্ণ ভোজন করিয়া বহির্দেশ গমন করিলেও লোকে ক্লেশের পর যে শান্তি পাইয়া থাকে, তোমার ভাগবত-পাঠে সেইরূপ অকিঞ্চিৎকরী শান্তিও পাওয়া যায় নাই। শ্রীমদ্ভাগবতপাঠের ফল হরি প্রেমের আস্বাদন ত’ দূরের কথা, সাধারণ দুঃখনিবৃত্তিও তোমার ব্যাখ্যায় আনয়ন করিতে সমর্থ হয় নাই।