বুঝিলাম, তুমি সে পড়াও ভাগবত।কোন জন্মে না জানহ গ্রন্থ-অভিমত॥
দেবানন্দ যদিও ভাগবতের ব্যাখ্যাতা ছিলেন, তথাপি জন্ম-জন্মান্তরে ভাগবতের তাৎপর্য-গ্রহণের সুকৃতি কখনও লাভ করেন নাই।