Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 71

Language: বাংলা
Language: English Translation
  • ভাগবত শুনিতে যে কান্দে কৃষ্ণ-রসে।
    টানিয়া ফেলিতে কি তাহার যোগ্য আইসে?

    শ্রীগৌরসুন্দর দেবানন্দকে দেখিয়াই ভক্তের নির্যাতন স্মরণ করিয়া তাহাকে বলিতে লাগিলেন;—শ্রীমদ্ভাগবতের কীর্তনে হৃদয় দ্রব হয়, কেবল বহির্জগতের ভোগপরায়ণজনগণই কঠিন হৃদয় পোষণ করিতে সমর্থ হয়। শ্রীবাসপণ্ডিতের সর্বতোমুখী চেষ্টা যে-কালে প্রবল হইয়াছিল, তৎকালে তুমি ও তোমার ছাত্রগণ না বুঝিয়া তাঁহাকে ভাগবত-শ্রবণ-কার্য হইতে বিতাড়িত করিয়াছিলে। কিন্তু শ্রীবাসের ন্যায় ভক্তকে দেখিবার জন্য হরশীর্ষে অবস্থিতা গঙ্গাদেবীও নিম্নগা হইয়া নদীরূপে প্রকটিতা হন। সুতরাং তুমি যে তোমার অন্তবাসিগণের দ্বারা বলপূর্বক শ্রীবাসকে তাড়াইয়া দিয়াছিলে, সেই অপরাধপুঞ্জ তোমাকে সর্বতোভাবে ভগবদ্‌বিমুখ করিয়াছে। তুমি বা তোমার শিষ্যগণ ভগবদ্ভক্তের আদর্শ শ্রীবাসের ব্যবহারে তাঁহাকে দণ্ডযোগ্য বিচার করিয়াছিলে কেন?।

Page execution time: 0.0322048664093 sec