পাপিষ্ঠ পড়ুয়াসব যুকতি করিয়া।
বাহিরে এড়িল লঞা শ্রীবাসে টানিয়া॥
শ্রীবাসের বোরুদ্যমান অবস্থার বিরামভাব-দর্শনে বিদ্যার্থিগণের পাঠের ব্যাঘাত হওয়ায় তাহারা শ্রীচৈতন্যের নিতান্ত প্রিয়জনকে জগৎপাবন বলিয়া বুঝিতে পারে নাই। শ্রীবাসের চিন্ময় কলেবরে যে-সকল সাত্ত্বিক আগন্তুক ভাবসমূহ দেখা গিয়াছিল, উহাই জগতে সকল প্রকার পবিত্রতা আনয়ন করে—ইহা বুঝিতে না পারায় পড়ুয়াগণ তাঁহাকে জোর করিয়া ধরিয়া পাঠাগারের বাহিরে নিক্ষেপ করায় তাহাদের পাঠের সুযোগ হইয়াছিল।