পাপিষ্ঠ পড়ুয়া বলে,—“হইল জঞ্জাল।
পড়িতে না পাই ভাই, ব্যর্থ যায় কাল॥
যাহারা শব্দসিদ্ধির জন্য দোবানন্দের নিকট ভাগবত পড়িতে গিয়াছিল এবং লৌকিক বিচারে প্রতিষ্ঠা লাভ করিবার উদ্দেশ্যবিশিষ্ট ছিল, তাহারা শ্রীবাস পণ্ডিতের ভজনচেষ্টা ভাগবত-পাঠকালে বুঝিতে পারে নাই। শ্রীবাসের শরীরে অশ্রু, কম্প ও তনুমোটনাদি সাত্ত্বিক ভাব-সমূই দর্শন করিয়া আধ্যক্ষিক রাজ্যে অবস্থিত বিদ্যার্থিগণ তাহাদের পাঠ-শ্রবণে ব্যাঘাত বুঝিয়াছিল।