ভাগবত অধ্যাপনা করে নিরন্তর।
আকুমার সন্ন্যাসীর প্রায় ব্রতধর॥
দেবানন্দ ভাগবত পাঠ করিয়া সন্ন্যাসীর ন্যায় ব্রতবিশিষ্ট হইয়া আকুমার ব্রহ্মচর্য পালন করিতেন। কিন্তু ভক্তিহীন হওয়ায় তাঁহার তাদৃশ ব্রহ্মচর্য ভক্তসেবা-বিমুখতা প্রদর্শন করিয়াছিল। এইজন্য কৌমার্য ব্রত ধারণ করিয়াও বা ত্যাগের পথে চলিয়াও তিনি সেই সকল সদ্গুণের ফল লাভ করিতে সমর্থ হন নাই।