সে-সময়ে দেবানন্দ পরম-মহান্ত।
লোকে বড় অপেক্ষিত পরম-সুশান্ত॥
অধ্যাপকগণের কেহ কেহ গীতা, কেহ কেহ শ্রীমদ্ভাগবত পড়াইতেন; কিন্তু স্ব-স্ব আচরণে ভগবৎ-সেবোম্মুখতার অভাব থাকায় ভক্তির কোন সন্ধানই তাঁহারা রাখেন নাই।
দেবানন্দ পণ্ডিত বহুগুণে গুণান্বিত ও শান্ত স্বভাব ছিলেন; সুতরাং লোকে তাঁহাকে বহুমানন করায় তাঁহাকে লঙঘন করিত না।