গ্রন্থকার-কর্তৃকশ্রীচৈতন্যদেবের সান্নিধ্যপ্রাপ্ত ও ভগবদ্গুণানু গানে সুযোগ-প্রাপ্ত মদ্যপগণেরও সৌভাগ্যের প্রশংসা—
যে দেখিল চৈতন্য-চন্দ্রের-অবতার।
হউক মদ্যপ, তবু তারে নমস্কার॥
শ্রীমহাপ্রভুর প্রকটকালে যে-সকল আসব-সেবীর সান্নিধ্য লাভ ঘটিয়াছিল, তাহারা তাদৃশ পাপকর্মে-নিরত থাকায় শ্রীচৈতন্যদেবের বিশুদ্ধ সত্ত্বময়ী লীলার প্রচারে সন্দেহ উপস্থিত হইতে পারে, কিন্তু উক্ত ভাগ্যবন্ত জনগণকে গ্রন্থকার এই ভাবিয়া নমস্কার করিতেছেন যে, প্রাক্তন দুষ্কৃতিবশে মদ্যপ পাপিগণের পাপের কিঞ্চিন্মাত্র অবশেষ থাকিলেও প্রচুর সুকৃতিক্রমে ভগবদ্গুণানুগানে সুযোগ উপস্থিত হওয়ায় তাহাদের দুর্লভ ভাগ্য সর্বতোভাবে প্রশংসনীয়।