শ্রীচৈতন্যদেবের দর্শন-প্রভাবে মদ্যপগণেরও আনন্দ, কিন্তু পাপীগণ নিন্দাধর্মে অবস্থিত বলিয়া তাহাতে বঞ্চিত—
মদ্যপেও সুখ পায় চৈতন্যে দেখিয়া।
একলে নিন্দয়ে পাপী সন্ন্যাসী দেখিয়া॥
মহাপ্রভুকে দর্শন করিয়া মাতালেরাও আনন্দ পাইলেন। কেবল পাপিগণ না বুঝিতে পারিয়া ত্যাগধর্মবিপর্যয়কারী হইয়া নিন্দা করিতে লাগিল।