‘হরি’ বলি’ হাতে তালি দিয়া কেহ নাচে।
উল্লাসে মদ্যপগণ যায় তান পাছে॥
কোন মাতাল গৌরসুন্দরের পশ্চাৎ পশ্চাৎ উল্লাসভরে হরিকীর্তন-মুখে করজোড়ে উচ্চধ্বনি ও নৃত্য করিতে করিতে চলিতে লাগিলেন। মাতালগণও ভগবান ও ভক্তের সান্নিধ্য লাভ করিয়া হরি-রসে প্রমত্ত হইয়া পড়িলেন।